সারা বছর ঠোঁট ফাটা!

 কারণ
আমাদের ঠোঁটের ত্বক পাতলা। ঠোঁটের সাজে আমরা কমবেশি সবাই লিপস্টিক বা লিপগ্লস ব্যবহার করি। এসব প্রসাধনীর মান ভালো না হলে তা ঠোঁটের ত্বককে রুক্ষ ও কালচে করে। অনেকেই আবার জিভ দিয়ে ঠোঁট ভেজান, দাঁত দিয়ে ঠোঁট কামড়ান। সেকারণেও ঠোঁট শুষ্ক ও রুক্ষ হয়। আবার নখ দিয়ে ঠোঁটের চামড়া টেনে তুললেও ঠোঁট শুষ্ক হতে পারে।

সমাধান
*সামান্য ময়দা, লেবুর রস ও দুধ মিশিয়ে ঠোঁটে লাগিয়ে ১০ মিনিট রেখে আঙুল দিয়ে হালকা করে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে দুই দিন এমনটা করলে ঠোঁটের মরা চামড়া চলে যাবে।
*কাঠবাদাম বাটা ও দুধের সর একত্রে মিশিয়ে লাগালে ঠোঁট নরম থাকে।
*গোলাপের পাপড়ি বেটে সঙ্গে গি্লসারিন মিশিয়ে লাগানো যেতে পারে, যা কালো দাগ দূর করতে সাহায্য করে।
*প্রতি রাতে বিট অথবা লেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে লাগালে কালো দাগ দূর হতে পারে।
*ঠোঁটে ন্যাচারাল ময়েশ্চারাইজার হিসেবে মাখন লাগানো যেতে পারে, যা ত্বক ফাটা দূর করে ও নরম রাখে।
*নারিকেল তেল, চন্দন বাটা ও গোলাপজল একত্রে লাগিয়ে ঘুমাতে যাবেন এবং পরদিন সকালে ধুয়ে ফেলবেন।
* চালের গুঁড়া সামান্য পানিতে মিশিয়ে প্রতি রাতে ঠোঁটে ব্যবহার করুন। ঠোটের ওপরের মরা চামড়া পরিষ্কার উঠে যাবে।
ছবি : কাকলী প্রধান, মডেল : এষা

টিপস
* ঠোঁটে খুব বেশি লিপস্টিক ব্যবহার না করাই ভালো আর যদি করতে হয় তাহলে ভালো ব্র্যান্ডের করা উচিত।
* শুষ্ক ঠোঁটে ম্যাট লিপস্টিক ব্যবহার করবেন না। গ্লসি লিপস্টিক এ ধরনের ঠোঁটের জন্য ভালো।
* বাইরে বের হওয়ার আগে ঠোঁটেও সানস্কিন ক্রিম লাগাতে হবে।
* শুষ্ক ঠোঁট কখনোই জিভ দিয়ে ভেজাবেন না। সবসময় লিপজেল
ব্যবহার করুন।
* নখ দিয়ে ঠোঁটের চামড়া টেনে তুলবেন না। রাতে শোবার আগে ঠোঁটে পেট্রোলিয়াম জেলি মাখুন। সকালে পাতলা সুতি কাপড় ভিজিয়ে আঙুল দিয়ে হালকা করে ঘষে মরা চামড়া তুলে ফেলুন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

RELISH RECIPEZ Copyright © 2009 Designed by Ipietoon Blogger Template for Bie Blogger Template Vector by DaPino